কোথায় ছিলাম
আসলাম হেথায়,
আবার চলে
যাবো সেথায়।

দিনের শেষে
কাঁদি তাই,
পাড়ের কড়ি
আমার নাই।

দু'নয়নে  
অশ্রু ভরে,
সবি কিছু
রবে পড়ে।

থাকবো আমি
গহীন গোরে,
হিসাব দিতে
হবে তাঁরে।