আমি স্মৃতি নিয়ে বেঁচে আছি ;
তুমি অনেক বদলে গেছো,
এতদিন পর আজি কেন এলে !
স্বামী লয়ে কেমন আছো ?
সবি ছেড়ে এলাম, তোমার কাছে ;
করবো না আর মাতাল স্বামীর ঘর !
মদ্য গিলে বাইজী গানে বিভোর,
স্বামী আমার সদা ভাবে পর !
তোমার সাথে করবো বিয়ে, বলি ....
আমার পরম বাবা মাকে,
জন্মদাতা শুনে উত্তেজিত
'এবার হত্যা করবো ওকে'।
ধনী ব্যক্তির সাথে দেয় বিবাহ
আমার কথা নাহি শুনল,
এখন বাপমা করছে, কতো আফসোস
ভুলের লাগি কতই কাঁদলো।
কিসের জন্য তুমি ছাড়লে আমার,
কেনো বলো নি সে কথা !
আর তো কভু যেতে নাহি দেবো
প্রেম তো পেলো সার্থকতা।