ঠাট্টাতামাসা একান্নবর্তী পরিবার
থাকে সবে মিলেমিশে কেউ নয় পর।
এক সাথে জমে সকলে প্রত্যহ রাতে ,
শিশু কিশোর বুড়া বুড়ি উল্লাসে মাতে !
নানান গল্প গুজব চলে নিশি রাত ,
বায়না বুড়ি গল্পে সবাই হয় কাত !
খুঁচিয়ে তোলেন তবুও থামে না গল্প !
আজগুবি ভূতুরে গল্প বলেনা অল্প !
প্রতিবেশী তামিন গল্প শুনতে আসে ;
বাবা কাকারা কেনো রয়না মিলেমিশে ?
কিশোর বলে..."আলাদা থেকেই কি পাও ?
হিংসা বিবাদ ভুলে এক সাথে রও"।
একান্নবর্তী পরিবারে থাকেই অনাবিল সুখ ।
নিজ স্বার্থে যৌথ পরিবার ভেঙে পাও কেনো দুখ !!