শহুরে মেয়ের প্রেমে পড়ে তাকে করে বিয়ে,
স্বামীর ইচ্ছে ছিলো, দুজনে থাকবো গাঁয়ে।
প্রিয়তমার ইচ্ছা গাঁয়ে আর নয় চলো..
ঐ নগরে ফ্ল্যাটবাড়ি...
কিনে অতীতকে ভুলো।
নিজ পিতৃ ভিটে বেঁচে, গাঁয়ের সুবোধ ছেলে!
ক্রয় করে ফ্ল্যাটবাড়ি, বধূ খুশিমতো চলে...
অপ-সংস্কৃতিতে মদ্যপানে বিভোর !
স্বামীকে মানে না রাখে না কোন খোঁজ খবর।
দুইবেলা নিয়মিত রেস্টুরেন্টে যায়,
স্বামী থাকে অনাহারে, আজ বড় অসহায় !
পল্লীর অপরূপ শোভা শুধু মনে পড়ে...
সব ফেলে চলে আসে, নিজের মাতৃক্রোড়ে।
সবুজ গ্রামকে ছেড়ে, কভু আর নাহি যাবো ;
মরণের পর এই গাঁয়ে আবার আসবো।