বর্তমান প্রজন্ম কখনো দুঃসময় দেখিনি,
যুগে যুগে হাজারো প্রতিকূলতা পৃথিবীকে গ্রাস
করেছে।চড়াই-উতরাই পেড়িয়ে আজও মানুষের
অস্তিত্ব টিকে আছে। ক্লাস উত্তীর্ণ হওয়ার জন্য
কালেভদ্রে চোখ বুলিয়েছে ইতিহাসের পাতা।
অনুভব করেনি, দুঃসময়ের দুঃস্বপ্ন !
অদৃশ্য শত্রুর আশঙ্কায় ভীত-সন্ত্রস্ত।
স্বাভাবিক ভাবেই বর্তমান প্রজন্ম কিংকর্তব্যবিমূঢ়।
সারা বিশ্বে লাশের পাহাড় দেখে হতবাক স্তম্ভিত !
বড়ো অসহায়।
বাধ্য হয়ে বাঁচার তাগিদে ঘরে বন্দী।
এই কঠিন সময় পাশকাটিয়ে পৃথিবী স্বমহিমায় ফিরে আসবে কি ? ভাবতে ভাবতে বিচলিত।অজান্তে পুরোপুরি অলসতা গ্রাস করেছে।আদৌও দুঃসময় থেকে বর্তমান প্রজন্ম মুক্তি পাবে কি -- -- --???
30/04/2020.