##############################
কবিতার আসরে স্বনামধন্য শ্রদ্ধেয় কবিবর---
ডাঃ প্রদীপ কুমার রায় এর রচিত কবিতা,
"দু-নম্বরী"এর ছায়া অবলম্বনে রচিত।কবিতাটি,
ডাঃ বাবুকে উৎসর্গ করলাম।
###############################

ক্রমশ বেড়ে চলেছে অসাধুর কারবার,
চারিদিকেই ভেজাল খাদ্যের সমাহার।
নানান কৌশলে চলে অর্থ উপার্জন...
নৈতিকতা আদর্শ দিচ্ছে বিসর্জন।
স্বার্থপর মানব ঘৃণ্য কাজে বিভোর ;
আশা হচ্ছে পূরণ, এ ব্যবসা জবর।  
রমরমিয়ে চলছে দু-নম্বরী ব্যবসা,
ওদের আখের লাভ, আমজনতা নিরাশা !  
কীসের কারণে আজ মোদের মুখ বন্ধ,
ভেজাল নিবারণের আইন কেন অন্ধ ?
হও জনতা একতা, সবে করো প্রতিবাদ...
দু-নম্বারী কর্ম ! হবে তবে বরবাদ।