দুজ্ঞামাতা

বছর-বছর অপরূপ সাজে দুজ্ঞামাতা আসে ঘরে,
অহরহ ক্ষুধার লাগি পথের দুর্গা অনাহারে মরে।
ধুমধামে পাঁচদিন মর্ত্যে রয়
শ্বশুরালয়ে কৈলাসে ফিরে যায়,
জীবন্ত দুর্গা দু'মুঠো অন্নের জন্য জীবনভর মর্ত্যে লড়ে।

    প্রয়োজন

কেউ আসেনা যখন, সময় কাটানো দুরূহ !
আসে যখন একসাথে বাড়ে সমস্যা সমূহ।
কিসের লাগি তোমরা ব্যস্ত -
হয় ভুল তবু সিদ্ধহস্ত,
প্রয়োজন মিটলে চলে যাও করোনা সমীহ।

    পাখি

রাখো যতই যতনে খাঁচার পাখি যাবেই উড়ে,
সাধের খাঁচা জরাজীর্ণ হয়ে মাটিতে রবে পড়ে।
আর আসেনা খাঁচায়,
অজানা দেশে পৌঁছায় !
অচিন দেশে মুক্ত বিহঙ্গ থাকবে সুখের নীড়ে ।