*** 1, দেমাকি।
রূপের রাণী সৌধামনি শ্যামলা বরণ দেহখানি,
দেমাকি স্যুটে বুটে মেমসাব, সে বড়ো অভিমানী !
পলাশ রাঙা দুটি ঠোঁটে
কথায় কথায় হাসি ফোটে ;
আড় চোখের ইশারায় জোয়ান বুড়োর বাড়ায় পেরেশানি।
***2 .হাড় হাভাতে
স্বপ্ন দেখে সেদিন খুড়ো রাতদুপুরে বেজায় হাঁকে,
পাশের বাড়ির বৌদি এসে কানে কানে বলে তাকে।
আমি আছি তোমার পাশে
কথা শুনে মুচকি হাসে ;
চোখাচোখির মধুর ক্ষণে হাড় হাভাতে স্বামী ডাকে।
08/08/2020.