এবার হবেই লুকোচুরি খেলা সাঙ্গ,
কুৎসা রটালে তাদের হাড্ডি ভাঙো !
মিথ্যুক বধূ পীড়ন অস্ত্র ভোতা...
পেয়েছি মারণ অস্ত্র ভেবো না যাতা।
পেট ভরে খাবো, মন্ডা মিঠাই দই ;
দেখবি জ্বলবি, কিভাবে পরের হই !
ইচ্ছামতন রংতামাশায় মাতবো,
অহরহ নিজ খেয়ালখুশিতে চলবো।
আমরা নয়তো আর তোমাদের দাসী,
যাকে খুশি তাকে নির্ভয়ে ভালোবাসি !
এখন তোমরা নিজ আঙ্গুল চুষবে ;
এবার মোদের সদা তোষামোদ করবে !
ঘৃণিত কর্ম গুণীজন দিল বৈধতা,
তোমাদের বধূ গণের রবে কি সততা ??