ছোটছোট ছেলেমেয়ে বিকলাঙ্গ পতি !
পেটের জ্বালায় পরের দুয়ারে দাসী।
দারিদ্র্যের কারণে,ষোড়শীর লেখাপড়া ইতি,
হক সাহেবের পাল্লায় চোরাপথে প্রবাসী !
কুচক্রীর হাতে বিক্রিত অবুঝ কিশোরী,
বৈসাদৃশ্য ভাষা অজানা প্রতিকূল দেশ !
স্মৃতিময় ভাসে প্রিয়ার সুরেলা বাঁশরী।
শতশত অবুঝ হৃদয় হবে কি নিঃশেষ ?
সমাজে নব ব্যধি হচ্ছে উদ্ভব ?
বিকৃত মানবতা,বিজ্ঞজনের অভাব।