আনন্দ উল্লাসে রয়েছো মেতে...
ক্ষুধার্ত মানুষের আহার কেড়ে !
কুক্ষিগত করেছ অগাধ টাকা,
চলছে ঘৃণিত কাজ জগৎ জুড়ে।
স্রষ্টাকে ভুলে ; চলো নিজ খেয়ালে,
ভাবছ শক্তিমান অগাধ জ্ঞানী !
তোমার দাম্ভিকতা হবে ধ্বংস।
পাবে না রেহাই হও যতই মানী
দু'দিনের ভবে কেউবা নাহি রবে,
ডাক আসলে যেতেই হবে ওপারে।
ধন সম্পদ রবে এ পৃথবীতে,
অনন্তকাল রবে গহীন গোরে।
সময় থাকতে তাঁরে ডাকো এ ভবে,
পরকালে শান্তিতে রবে অপার।
হিংসা লালসা ভুলে জীবন গড়ো,
তাহলে খুলবে চির সুখের দ্বার।