সুরাপানে ভুলাই,অতীতের জ্বালাময় দিনগুলো।
নিকোটিনে কলিজা পুড়াই,স্মৃতিকথা কাঁদায় !
ছিলো মোদের একান্নবর্তী মধ্যবিত্ত সংসার।
আনন্দ উল্লাসে মাতোয়ারা সকলের সনে !
প্রতিবেশীদের মধ্যে ছিলোনা কলহো দাঙ্গাফেসাদ।
আনন্দ উৎসবে উল্লাসিত থাকতো না বিষাদ !
একদিন কুচক্রীদের মতলবে মোরা ছিন্নভিন্ন।
বাবার হা হা কার মায়ের আর্তনাদ,
শুনলো না দাঙ্গাবাজ নর পাষণ্ডরা।
মা বোনের সভ্রমহানী করলো খুন সকলের !
চলল লুঠতরাজ ঘর জ্বালালো দাঙ্গাকারী ,
ছেড়ে পালালাম,জুটলো শেষে অন্নদানকারী।
আস্তানা তার ঠিকানায় অচেনা শহর ,
ওরা কেড়েছে কৈশোর, যৌবনের স্বপ্নভঙ্গ।
থেকেছি গাঢ় অন্ধকারে যন্ত্রণা জীবনভর ,
হয়নি,সংসারজীবন রয়েছি বেদনাহীন নেশায়।
নেশায় চাই ভুলতে অতীতের যন্ত্রণা ,
সব হারিয়েছি সভ্যসমাজ দেয়না সান্ত্বনা !
দাঙ্গাবাজ পাষণ্ডরা সমাজে সৃষ্টি করে ব্যধিকরণ,
সন্ত্রাসী দাঙ্গাবাজদের প্রভু দাও করুণ অপমরণ ।।