টাকারকুমির সবি ফেলে...
ঠাকমার ভয়ে ভিটে ছেড়ে,  
ডাকাবুকো তোতলা দাদু
ঢাক বাজিয়ে নেচে নেচে
ণই কিনারায় গিন্নীর ডাকে।
তা দেখে তেলেবেগুনে  
থাপ্পড় তুলে পতির বলে ;
দাঁড়াও, একটু কথা আছে।
ধমক দিয়ে ধাক্কা মেরে  
নাছোড়বান্দার ভূমে ফেলে।


#চলবে।