ষাণ বাঁধানো নদীর ঘাটে
সদ্য যুবক নাতির সাথে
হৈহুল্লরে দিদা মাতে।
বুড়ো দাদু কাণ্ড দেখে
দৃঢ়কণ্ঠে গর্জে ওঠে,
দায়রা কোর্টে মামলা ঠুকে
উৎখাত করবো এবার তোকে।
ঠ্যাং ভেঙেছো যায়নি ভুলে !
দুঃখ জ্বালা ঢের পেয়েছি,
দাঁতখিঁচুনি তাও সয়েছি।।

''ক্ষমা করো প্রাণের পতি
তুমি ছাড়া নেইকো গতি।''

#শেষ।