ওহে দয়াময় মোর পাঠিয়েছো ভবে,
তোমার প্রদত্ত আদর্শ মানিনী তবে !
লোভ লালসা রংতামাশায় মেতেছি ,
বুভুক্ষু অন্ন কেড়ে কুক্ষিগত করেছি।
স্রষ্টাকে ভুলে, চলেছি নিজের খেয়ালে !
আর নয় দেরি, যেতে হবে পরকালে।
বিষণ্ণতা গ্রস্ত জীবন সায়াহ্নে বন্দি...
নেই পারের কড়ি এখন শুধু কান্দি !
সব ভুলত্রুটি মাপ করে দাও প্রভু ;
মানব জনম আর নাহি পাবো কভু !
সময় থাকতে সাধন করো এ ভবে ,
তবে এপার ও ওপারে শান্তিতে রবে।।