চোখে জল টলমল
এখুনি বাড়ীতে চল,
কি হলো আমার বল
করিস নে আর ছল !
কে মেরেছে কে বকেছে,
বল বাবা কি হয়েছে।
কার এত দম আছে,
মোর সোনারে মেরেছে।
কেউ তো মারে নি,
কটু কথাও বলেনি ;
সকলেই সোহাগিনী
এমন হবে ভাবিনি !
পড়ে গিয়ে খানখান
সাধের খেলনা যান।
ও-ছিল আমার প্রাণ
"তাই এতো অভিমান"!
চলো বাবা ফিরে বাড়ি,
কিনে দেবো নয়া গাড়ি।
পথঘাট দেবে পাড়ি
ফিরে চলো তাড়াতাড়ি।