তুমি ছাড়া এ জীবনে কে আছে আমার !
শয়নে স্বপ্নে ভাবি, শুধুই তোমার।
নীরবে সয়েছি কতো যন্ত্রণা শূল,
তবু করতে পারেনি প্রেম নির্মূল !
আজি প্রিয়সখা নিয়ে চলো হাত ধরে
দু'জনে হারিয়ে যাবো নির্জন দূরে।
কেউ কোনদিন নাহি পাবে খুঁজে,
শাশ্বত প্রেমে রবো চিরকাল মজে।
আমরা গড়িবো নয়া প্রেমের কানন,
সেথায় প্রেম আলাপে জুড়াইবে মন।
আসুক যতই ঝড় তুফান জীবনে,
চিরদিন এক সাথে থাকবো দু'জনে।