আজি মানব, মহান স্রষ্টাকে ভুলে...
জগত জুড়ে চলছে, নিজের খেয়ালে !
রংতামাশায় হরদম থাকে মজে,
সম্পৃক্ত হয় অমানবিক কাজে।
ভাবে শূন্য থেকেই এসেছি হেথায়,
কালের নিয়মে ফিরতে হবে সেথায়।
খাও দাও নাচো ভেবো না অন্য কিছু,
কারো কাছে কভু নয় মস্তক নিচু।
ধর্ম করলে হবে সময় নষ্ট...
তাহলে তুমি হবেই লক্ষ্য-ভ্রষ্ট !
অনন্দ উল্লাসে সদা থাকো মেতে,
সারাজীবন মত্ত রও নিজ মতে ।
যে পাঠিয়েছে এ ভবে চিনলে না তাঁরে !
আজরাঈল দেহের প্রাণ নেবে কেড়ে,
ফেরেশতা কৃতকাজ লিখেছে খাতায় ;
মহাজনের নজর আছেই পাতায়।
তোমার কৃতকর্ম হবে চির সাথী,
সৎ কর্ম জ্বালাবে কবরের বাতি।
আজি সব ভুলে তাঁরে ডাকো এই ভবে,
তাহলে শেষ বিচারে জান্নাতি হবে।।