গায়ে শত ছিন্ন বস্ত্র উষ্কখুষ্ক কেশ
ক্ষুধা ছাড়া নেই কোন চিন্তা থাকে বেশ !
ছিন্নমূলরা ঘুরে বেড়ায় অনাহারে ,
অন্ন পেলে গান ধরে তাইরে নাইরে !
অল্পতে খুশি হয় কেউ দেয়না বেশি
অনেক বাবু দেয় ঘাড় ধাক্কা ও ঘুসি !
বাবুরা পচা উচ্ছিষ্ট ফেলে ডাস্টবিনে ।
কুত্তার প্রাপ্য তবু খায় অবুঝ মনে !
দু'মুঠো অন্নের খোঁজে সদা দিশেহারা ,
জটিল সমাজ ব্যবস্থা বোঝে না ওরা !
ওরা জানে শুধু, রোজকার সঙ্গী ক্ষুধা ,
কাজের বদলে অন্ন তবু দিতে দ্বিধা !
ছিন্নমূলরা এ-পথে কেনো কার জন্য !
মাঝে-মাঝে হৃদয়বান মেলায় অন্ন।
পাল্টায় সরকার ওরা সেই তিমিরে !
এ ব্যধিকরণ বন্ধ হবে কি অচিরে ?