ছিলাম ভালো খোশমেজাজে
অট্টহাসি থাকতো মুখে ;
ইচ্ছেমতো কল্পলোকে
পাড়ি দিতাম মনের সুখে।
চাঁদবদনী দুষ্টু মেয়ে
মিষ্টি মধুর কথা বলে,
বাঁকা চোখের ইশারাতে
ঘায়েল করলো প্রেমের ছলে ।
চোখাচোখির মধুর ক্ষণে
সাহস করে বলি প্রিয়ে,
তুমি আমার প্রাণ সজনী
রাখবো সুখে জীবন দিয়ে ।
খামখেয়ালি ছিঁচকাদুনে
বর্ষার মতো বারি ঝরে
ফেলে আসা সোনালী দিন
বারেবারে মনে পড়ে।
10/07/2020.