তোমাদের জন্য আমরা ঝরাই কালঘাম ;
স্রষ্টার কাছে নেই কোন বিভেদ।
যুগযুগ বরেণ্যরা করছে সৃজনশীল কাম,
স্বার্থের জন্য তোমাদের অমরণ জেদ !
তোমাদের জন্য আমাদের জীবনকাল বিষণ্ণ।
মহামানবের আদর্শ বাণী করছো বিকৃতি !
স্রষ্টারতত্ত্ব করছো অবমাননা, দাওনা অন্ন।
আমাদের কায়িক শ্রম পাইনা স্বীকৃতি !
তোমাদের জন্য জীবন ধরি বাজি,
কায়িক শ্রমের মূল্য দিতে দ্বিধা-দ্বন্দ্ব !
অস্তিত্বহানি মত্ত খেলায় তোমরা রাজি ।
দুচোখ থাকতে কেন আমরা অন্ধ ?
তোমাদের জন্য অর্থহীন সখ আহ্লাদ !
শ্রমকে করেছি জয়, পারিনি ক্ষুধা,
যুগযুগ সম্পদহারা, তোমরা বানাও জল্লাদ !
গাঢ় অন্ধকারে জীবনপথ হয়না সিধা।
স্রষ্টার দুনিয়াতে কেন এত বৈষম্য !
হোক নবপরিচয়ে মানবতার আগামী বিশ্বজয়।
মেহনতিগণ এক হও একমাত্র কাম্য,
সৃজনধর্মী কাজে মরণ ব্যধির হবে অবক্ষয়।
বৈষম্য নিপাত যাক, উদ্ভব হোক মানবতা।
জয় হবে নিশ্চিত, সমাজে আসবে সমতা।।