সভ্যতার শুরু থেকে তোমরা করছো সঞ্চয়।
আমাদের হাতে আহরিত সম্পদ তোমরা অর্থবান !
অর্থের প্রাচুর্য করছো বড়াই,দাম্ভিকতা বাক্যে ;
সৃজনশীল কর্মে নেই মনন,কৌশলে হরণ।
আচ্ছাদনে কারুকার্য আহারাদি বৈচিত্র্যময় !
দেশের সম্পদ লুট করে, ভ্রমণ বিদেশ।
আমাদের ঘৃণা করো,চলে বৈষম্যের শাসন।
জনমত গঠনে বলছো ! ভ্রাতৃত্বের চির বাঁধন।।
আমরা থাকি অনাহারে,তোমরা পরম সুখে !
মরুভূমিতে ফোঁটায় ফুল,করি গিরিপথ জয়।
জীবনভর বাজি রেখে ঝরাচ্ছি কালঘাম !
পাইনি দাম,করছো শোষণের নব হাতিয়ার।
মোরা আচ্ছাদন-হীন থাকি, রোদ,বৃষ্টি,ঝড়ে !
পাইনা অধিকার, লাঞ্ছিত-বঞ্চিত মেহনতি ভাই।
স্বদেশ গড়তে দিয়েছি রক্ত, হবেই হবে জয় !
মেহনতি ভাই এক হও ! স্বার্থবাদী হবে লয়।।