বামন পাড়ায় বাজে সানাই
সাঁওতাল পাড়ায় মাদোল,
দরগার মোড়ে কানাঘুষো
ছাঁদনাতলায় শোরগোল।  

বিয়ে পাগল ন্যাড়া বাবু  
ছাঁট দিয়েছে গোফে
মকমলে পাঞ্জাবি গায়ে
সুরমা দিয়ে চোখে।

খোশমেজাজে সদলবলে  
আসে বরের বেশে,
ছাঁদনাতলায় কনের দেখে
বসলো ব্যাটা ঘেঁষে।    

ভীড়ে ঠাসা ছাঁদনাতলায়    
টোপর পড়লো খসে,
টাক দেখে তেলেবেগুনে
কনে বেঁকে বসে।  

29/07/2020.