প্রকৃতির বুকে বিভেদের দেওয়াল !
সুনীল আকাশ কাল্পনিকতার ভাগ।
বিস্তৃত জলকর নটিক্যালে বিভক্ত !
প্রাকৃতিক উপাদান,মুক্তাঙ্গন পাখি।
পারলো না আটকাতে শক্তির বলে,
এখনো সাঙ্গ হয়নি,নানা কৌশলে।।
শিল্পী আঁকছে ,বিষণ্ণ জীবন্ত ছবি।
গায়কের দরাজ কন্ঠে স্মৃতিময় গান !
লেখকের কলমে বিষাদসিন্ধু লেখনী !
স্বার্থবাদী নেতার গলায়,মিথ্যার ফুলঝুরি।
ধর্মের যাঁতাকলে নিরীহ মানুষ বিষাদময়,
একই মায়ের সন্তান,দুই-দেশে রয়।।
অবাঞ্ছিত আইনের দ্বারা বদ্ধ দুদেশ।
নাড়ীর-টান ক্ষয়িষ্ণু,বিভেদ-গ্রস্ত সমাজ।
একই সাদৃশ্যপূর্ণ,তবু অনেক প্রতিবন্ধক।
অভিন্ন ভাষা একই প্রাণ।মাতৃধাম বিভেদ,
পাশপোর্ট ভিসা হীন,প্রবেশ নিষেধ।
মরণের পর জেন,থাকেনা বিভেদ !