কষ্টের দিনগুলো আজো মনে পড়ে,
বিষণ্ণ স্মৃতি আঁখি কোণ জলে ভরে।
কভু ভুলতে পারিনা, ফেলে আসা দিন ;
শৈশবকাল কেটেছে, মাতৃ-পিতৃহীন।
ক্ষুধার লাগি করেছি ভিক্ষাবৃত্তি,
সভ্য সমাজ নাহি শুনলো আর্তি !
উদারচিত্ত দয়াবতী প্রৌঢ়া নারী ---
প্রকৃত সুশিক্ষিত করেছে আমারি।
তারি দয়ায় হয়েছি আজ ধনবান,
মমতাময়ীর লাগি কাঁদে এ পরাণ।
ফেলে আসা দিনগুলো, আমারে ভাবায় ;
এ জীবন সায়াহ্নে শুধুই কাঁদায়।