কোনোদিনও উঠবে না বাবার কোলে,
সোহাগ চুমে দেবেনা বাবা মন ভরে।
নিথর রক্তাক্ত দেহ ধরে কাঁদে শিশু,
কথা না ফোটা শিশুর বিমর্ষ ঐ মুখ।
খোকনকে বুকে লয়ে মাতা শোকে মগ্ন,  
বাবার ছবি হারিয়ে যাবে মন থেকে !
মাকে শুধাইবে বলো, মা কোথায় বাবা ?
'ভবে নাহি খুঁজে পাবি, আছে ঐ আকাশে।'

সবার বাবা এখানে,কিসের জন্য --
আমার বাবা, তারার দেশে একা রয় !
থেকো না চূপটি করে, একবার বলো ?  
আর শুধাস নে বাছা, বিষাদ ঘটনা !
সইতে নাহি পারবি, সেই বিষণ্ণতা ;
মায়ের সোহাগে পাবি বাবার আদর।।      
  

*সার কথা--কৃষ্ণগঞ্জের বিধায়ক মাননীয় শ্রী সত্যজিৎ বিশ্বাস মহাশয়কে,স্বরসতী পুজোর মঞ্চে গুলি করে খুন করলো দুষ্কৃতিরা।বাবার নিথর রক্তাক্ত দেহ জড়িয়ে দেড় বছরের শিশু পুত্রকে দেখে আমার অনুভূতি কাব্যিক রূপে প্রকাশ করলাম।প্রয়াত বিধায়কের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।