কিশোর বয়সে স্বপ্ন দেখেছিলাম ;স্বপ্ন সফল করতে,
তখন থেকে কতো কষ্টে অর্থ জমানো শুরু করলাম।
একদা ভাঙ্গা ঘরে প্রকৃতির চাঁদের হাট।
জ্যোৎস্না, স্নিগ্ধ বাতাস, নীলাভ আকাশ, মরীচিকা, গোধূলি,উড়ন্ত মেঘমালা,কুয়াশা,রামধনু লেখার খোরাক যোগান দিয়ে যেত।প্রকৃতির আলিঙ্গনে পুলকিত হতাম।।অতি সহজে মনের অনুভূতি দু'চার কথা লিখতে পারতাম।
আজ কারুকার্যময় বাড়ী নির্মিত।শিল্পীর ঘরে শৈল্পিক ছোঁয়ায় নিজস্ব শিল্পী সত্ত্বা নিস্তেজ।প্রকৃতি ডাকে।কিন্তু পারিনা,অনুভূতি প্রকাশ করতে। এ বিষম যন্ত্রণা !অস্থির মন।কারণ খুঁজে পাইনা।চোখের সামনে কৈশোরকালের স্মৃতিপট ভাসে।
এ যন্ত্রণা থেকে মুক্তি মিলবে কি ??