কর্মস্থল থেকে ফিরতি পথে সে কি বিড়ম্বনা !
গাঢ় রাত্রি হয়নি, অপেক্ষারত আমরা কজনা।
গল্পগুজব চলছিল, কত শত নানাবিধ কথা...
যানবাহন আসবে কখন আমরা অস্থির হেথা।
অবশেষে এলো ফাঁকা টুকটুকি চেপে বসলাম সবে,
বারো তেরো বছরের চালক শুধায় কত দূর যাবে।
কেউ বলে ফেরিঘাটে,কেউ হষ্টেলে,আমি বলি গেটে;
ডানহাতে স্টিয়ারিং,বব ছাট চুল ! সিগারেট ঠোঁটে।
এই বয়সে চালাস টুকটুকি বলে উদার যাত্রী !
ছোটছোট ভাইবোন বিকলাঙ্গ মা,বলছি মাইরি।
পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালাচ্ছি রোজ টকটুকি !
দীর্ঘদেহী ব্যক্তি বলে, অতি সাবধানে চল দেখি।
কিশোর বুঝতে পারে,বাহনে রয়েছে,দারোগা-পুলিস!
হয়েছে চাক্কাজ্যাম,যাবেনা তো গাড়ি করবো পালিশ।