নানান গোত্র নানান ধর্ম
মিলেমিশে আছি বেশ ,
বীর শহীদের আত্মদানে
পেয়েছি স্বাধীন দেশ।      

সার্বভৌম অটুট রেখে
প্রতিহত করি জঙ্গি,  
দেশে কাজে সদা ব্রত
তবু ক্ষুধা নিত্যসঙ্গী।  

অহরহ স্বাধীন দেশে
মরছে মানুষ অনাহারে,
ক্ষুধার জ্বালায় ভিক্ষা করে
বিত্তবানের দ্বারেদ্বারে।    

সম্পদে ভরপুর সোনার দেশ
আমজনতা মিচ কিন,
আজও সুশাসন অধরা    
আসবে কবে সুদিন ?    

16/08/2020.