দয়ামায়াহীন হে মানব        
আচরণে তার পরিচয়,          
কথার সাথে কাজে ফারাক
এমন মানুষ দুনিয়াময় !


স্বার্থের পিছে ছুটছে সবাই        
কেউ শোনে না কারো কথা ,
উবে গেছে দয়ামায়া
চিত্ত শূন্য মানবতা !


ধর্ম নিয়ে দাঙ্গাফেসাদ
ডুবছে মানবতার বাতি,  
চর্তুদিকে অমানিশা
বিপদগামী মানব জাতি !  


আজি হিংসার দাবানলে
মরছে মানুষ শয়ে শয়ে  
শান্তিকামীর অশ্রু ঝরে
আমজনতা থাকে ভয়ে ।  

2/3/2020.