*[আমার শ্রদ্ধেয় পিতৃতুল্য, রবিউল কারিকর।
1/04/2018 তারিখে,রবিবার রাত 9:30মিনিটে মারা যান।মৃত্যকালে বয়স হয়েছিল প্রায় 75 বছর।তার আত্মার শান্তি কামনা করছি।তার স্মরণে আমার ক্ষুদ্র প্রচেষ্টা আজকের কবিতা।]*
নীতি আদর্শ অটুট রেখে জীবনভর,
দারিদ্র্যের সঙ্গে বিজয়ী আজ নিথর !
কঠোর শ্রমে সংসারে জুটাতো অন্ন...
নীতিবিরুদ্ধ কর্ম করেনি কারো জন্য।
ভবে অর্থ সম্পদ ছিলো যৎসামান্য ,
সন্তানাদি তার আদর্শ করেছে মান্য।
পুঞ্জিভূত উদ্দেশ্য আজি বাস্তবায়ন ,
জীবদ্দশা অসৎ পন্থা করেছে ঘৃণ্য।
সৎ বাক্য সৎ কর্ম তার মূলধন ;
আজি সবে অশ্রুজলে করছি স্মরণ।
দারিদ্র্যের যুদ্ধে সৈনিক আজি নিথর !
হে প্রভু, ওপারে শান্তিতে রেখো অপার।