দারিদ্র্যতার সঙ্গে লড়াই চলে দিবা-নিশি,
নুন আনতে পানতা ফুরাই সংসারে।
বাবা মায়ের আদুরে কনিষ্ঠ মেয়ে ,
স্ত্রীর পরামর্শে ভর্তি করে বিদ্যালয়ে ।
বাল্যসঙ্গী ছিল তার স্কুলগামী সহপাঠী,
মাতব্বররা কয়,লেখাপড়ায় জীবন হবে মাটি।

বিদ্যালয়ে মেধাবী ছাত্রী বলে নামডাক,
বছরবছর হয় খ্যাতি বাড়ে সুনাম।
মাষ্টার মহাশয়ের আশিসে ধন্য জীবন,
আদর্শ মানবী হওয়ার ধনুকভাঙ্গা পণ।
অসহায় মানুষকে করবে সেবা জীবনভর,
দারিদ্র্যের সঙ্গে লড়াই চলে দিনভর।।

কৈশোরকালে আনন্দ-উল্লাসে উজ্জীবিত মন,  
রঙ্গিন স্বপ্নঘোরে বিভোর আসন্ন যৌবন ।
সমাজে মাতব্বরের কুপ্রস্তাবে অভিভাবক উদ্বিগ্ন ,
বিয়ের জন্য চলে জল্পনাকল্পনা শলাপরামর্শ।
পাত্রপক্ষ বেজায় ধ্বনি,কুলীন বংশমর্যাদা।
কিশোরী উদ্বিগ্ন মাতৃধামে চলছে সর্বদা !

আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ব্যধি হচ্ছে বিস্তার।
সৃজনশীল লেখনীর দ্বারা সমাজ পাবে কি নিস্তার ।।