বদমেজাজি
বদমেজাজি খামখেয়ালী বড়ো ভায়ের শালী
ইশারায় কাছে ডেকে মাখিয়ে দিলো চুনকালি
জাপটে ধরি কষে
আমিও দিই ঘসে
আমাকে দেখলে পিত্তি জ্বলে দেয় শুধুই গালি।।
ফোকলা দাদু
রাতদুপুরে মুচকি হেসে বসলো দিদা নাতির পাশে
কাণ্ড দেখে ফোকলা দাদু চুপিসারে মৃদু কাশে
নাতির প্রেমে দিদা বিভোর
রাখেনা আর দাদুর খবর !
ডাকাবুকো ফোকলা দাদু অভিমানে খিলখিল হাসে।