তিনদিন ধরে একটানা মুষলধারে বৃষ্টি !  
সঙ্গে জোরালো ঝড়ো হাওয়া !
গাছগাছালি বিকৃত !খালবিল মাঠঘাট জলে থৈ থৈ !

ঘরে বন্দি কর্মঠ মানুষ।
মাঝেমাঝে উঁকি মারি, আকাশের দিকে ;
ক্ষণে ক্ষণে কার্নিশে পাখি ডেকে ওঠে।
বিদ্যুৎহীন, মুঠোফোন অচল।আনাজপাতি প্রায় শেষ।অবশেষে ইলশেগুঁড়ি বৃষ্টি।তখনো আকাশে মেঘের ঘনঘটা,থেকে থেকে বিদ্যুতের ঝলকানি !

তবু পেটের টানে বাজার মুখি।পশুপাখি খাদ্যের
সন্ধানে ছোটাছুটি।লড়াই চলছে প্রতিকূলতার সাথে।
জানি প্রাণীকুল বিজিত হবে।তবু,অসম লড়াই চলতে থাকবে।সবাই বাঁচতে চায়।


**প্রথম গদ্য কবিতা।জানিনা কতটুকু প্রাসঙ্গিক হয়েছে।ভুল হলে ক্ষমা করবেন।গঠন মূলক আলোচনা করলে উপকৃত হবো।