***আশিক কালা


নাদুস-নুদুস ভায়ের শালা বোঝে না সে মনের জ্বালা
রাত-বিরেতে থাকি একা চুপিসারে এসো কালা।
ঢেউ খেলানো অঙ্গে ব্যথা
কেমনে বলি মনের কথা ;
প্রেমের জ্বরে মরছি পুড়ে যায় শুকিয়ে সাধের মালা।

    
     ***গোলাম হোসেন


গায়ের রক্ত পানি করে নির্বাক হয়ে আছি বেঁচে
ভয় দেখিয়ে কি আর হবে কোমর বেঁধে উঠবো নেচে।
হিসাবনিকাশ হবে সেদিন
কড়াই গুণ্ডায় শুধিবে ঋণ ;
পার পাবেনা গোলাম হোসেন খুঁজে আনবো সাগর সেঁচে।

24/02/2021.