শুধাই আমি
সখীর কাছে
তাঁরি লাগি
পাগলিনী,
বল যমুনা
একবার মোরে
কোথায় আছে
আশিক কালা ?
এ যাতনা
আর সহেনা
মন লাগেনা
কোন কাজে,
সদা থাকি
উদাসিনী !
তাঁরি প্রেমে
মরছি পুড়ে
প্রেমানলে ;
চোখে বহে
বারি ধারা !
সাধের মালা
যায় শুকিয়ে
দয়া করে,  
দাও হে দেখা
প্রাণের সখা।।

২৭/১০/১৯.