কি নেশা গ্রাস করলো এখন আমার,
রোজ সারারাত ভাবি শুধুই তোমার।
দিনব্যাপী ব্যস্ত থাকি, কত শত কাজে ;
সযত্নে রয়েছ তুমি মগজের মাঝে !
প্রকাশ করার নেই আমার ক্ষমতা...
আমি চেষ্টাকারী জানি পাবো সার্থকতা।
ছাড়বার পাত্র নয় তাই জাগি রাত,
এখনো অঙ্গপ্রত্যঙ্গ সদা দিচ্ছে সাথ।
কিংকর্তব্যবিমূঢ় নীতির বিপক্ষে
অর্জন করে প্রকাশ করবো তোমাকে।
সেদিন পাঠক তুলে নেবেই মাথায়
চায়না পদক, রবো কবির পাতায়।
কলুষিত সমাজের জন্য মন কাঁদে...
লেখনী দিয়ে লড়বো ওদের বিরুদ্ধে !
এ যুদ্ধে সামিল হও কবি সাহিত্যিক,
তখন ওরা হবেই, হবে বেগতিক।।