পক্ষাঘাত করেছে হরণ,মোর দেহ মন।
যেখানে----!
দূর সীমা বিস্তৃত ফসলের মাঠ,
সবুজের বুক চিরে প্রবাহিত নদী।
শিশিরসিক্ত,সোনার আলো ফসলের মাঠ
উড়ন্তবোলতা,পাখিরকিচিরমিচির,ফুলেরসৌরভ,
সুনীল আকাশে ভাসে হালকা মেঘমালা।
রামধনুর প্রতিবিম্ব নদীর স্বচ্ছজলে,
নদীর তীরে সারিবদ্ধশোভা পাই বৃক্ষরাজ।
খেয়াপারে মাঝিমাল্লার সুরেলা ভাটিয়ালি গান,
নিরিবিলি শীতল ছায়াঘন,উদাসী বাউল মন।
বাউলিয়ানা কৃষাণ-কৃষাণি নিজ কর্মে মত্ত,
দূর হতে ভেসে আসে রাখালের বাঁশিরসুর।
এবার ঘরে থাকা দায়,প্রিয়া নিয়ে চলো মোর!
ঐ মাঠে-ঘাটে মোর পড়ে না,পায়ের চিহ্ন।
বদ্ধ রেখোনা আর ছেড়ে দাও মেঠো পথে !
প্রভুর কাছে প্রার্থনা, মরণের পরে।
প্রকৃতির উপাদান হয়ে,আসবো ফিরে।।