চারিদিকে স্বার্থান্বেষী, চরম অরাজকতা ;
দুনিয়া জুড়ে চলছে, বর্বর অসহিষ্ণুতা !
স্বার্থান্বেষীর কব্জায় রাষ্ট্রের অর্থ সম্পদ ;
দিনেদিনে জনতার বাড়ছে আরো বিপদ !
শাসনের নামে নিত্যনতুন আইনজারি,
দেশের সর্বস্ব লুটে, ক্ষমতার অধিকারী !
বীর শহীদের স্বপ্ন চূর্ণবিচূর্ণ বিফলে !
ভায়ে ভায়ে নেই মিল দেশ যাচ্ছে রসাতলে।
সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে, শান্তিময় দেশ গড়ি ;
সকলের সনে ভ্রাতৃ সুলভ সম্পর্ক করি।