কৃষ্ণ বরণ আঁখি ; গোলাপি রঙের গাল
সুসজ্জিত ঐ কেশ নয়নাভিরাম চাল !
পলাশ রাঙ্গা ঠোঁট, নাকে শোভাকর তিল
আলতা রাঙা চরণ, সদা পুলকিত দিল।
ঝুমুরঝুমুর মল বাজে কানেতে হীরের দুল,
নাকে সোনার নোলক, গলে শাপলার ফুল।
পরিধানে বেনারসি, চেরি বর্ণের শাড়ী
হাসলে মুক্ত ঝরে, টোলপড়া সুন্দরি !
কন্ঠ যেনো গানের বীণা শ্যামা মায়াবিনী,
মোহময়ী সুন্দরি কেনো সাজো অভিমানী !
অপরূপ সুন্দরি, দেখেও মেটে না সাধ !
তুমি তো মনোহারিণী, অন্ধকারের চাঁদ।
তুমি কত সুন্দর ! ভালো তোমা অন্তর ;
আজি দু'জনেই করি, প্রেমের তরী নোঙর।
এসো হাত ধরি করি প্রেমের বাক্যালাপ ...
স্বর্গীয় শাশ্বত প্রেম নয় অভিশাপ।