দেশ-বিদেশে বহু তীর্থে
হদিস পেলাম নাহি তাঁরে ?
বসত করে আপন ঘরে
মিছে খুঁজি তীর্থের দ্বারে।

সন্নিকটে থাকে সদা
নাহি রাখি কভু খোঁজ,
তাঁর করুণায় ঘুরেফিরে
রংতামাশায় মত্ত রোজ।

জরাজীর্ণ খাঁচা ভেঙে
পাড়ি দেবে পরপারে ,
শূন্য খাঁচা রবে ভূমে
বুঝবে সেদিন হাড়ে হাড়ে ।

দেহ মনে বসত করে
তাঁরে চেনো ওহে মন,
সময় থাকতে স্মরণ করো
নিঃশ্বাস বহে যতক্ষণ।

17/09/2020.