চোরের অপবাদে বাবা গেলো চলে !
অভাব অনাটন নিত্যদিনের সঙ্গী।
লোকজন আনাথকে বলে চোরের ছেলে !
শুনতে-শুনতে অতিষ্ঠ অশোভন বলার ভঙ্গি !
মাঙ্গলিক উৎসবে কেউ ডাকে না তার।
মানুষের আপদ-বিপদে সদা থাকে ব্যস্ত,
কলুরবলদ হয়ে করছে জীবন পার !
অতিশয় বিনয়ী কর্মদক্ষ কারুকার্যে সিদ্ধহস্ত।
ঘোচে না চোরের ছেলে মিথ্যে অপবাদ !
গ্রামে বসে ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা।
খেলার মধ্যকালীন শুরু দুপক্ষের বিবাদ !
আহত খেলোয়াড়ের পরিবর্তে,নামাই তাকে।
তখনো পিছিয়ে, আনে খেলায় সমতা,
ফাইনালে ভীড়ে ঠাসাঠাসি দর্শকরা হাঁকে।
"মার গোলে, গোল কর,চোরের ছেলে"!
তার শর্টে আসে জয়সূচক গোল।
বিজয় মালা উঠল তারি গলে,
দর্শকরা উল্লাসিত,তবু অপবাদ বোল !