লাখো শহীদের তাজা রক্তের বিনিময়ে ;
আমাদের অর্জিত, কষ্টের স্বাধীনতা।
আসুক যতই ঝড় তুফান বাধাবিঘ্ন---
আমরা রুখে দাঁড়াবো, কভু পিছুপা হবো না।
বীর উদ্দামে লড়ে শত্রু মুক্ত করে ;
সার্বভৌম অটুট রেখে, বিজয় পতাকা---
উড়িয়ে, স্বমহিমায় আবার আসবো ফিরে।
কাউকে নয় হামলা, লুটেরার করি নাশ।
শান্তি স্থাপনে জাতি, হিংস্র নয় কভু !
শান্তিময় ভারতী ; আমাদের মূলনীতি,
নানা জাতি নানা ভাষা রয়েছে কিছু বিরোধ।
তবু দেশে লাগি সবে অভিন্ন ভারতীয়।।