আজ আমি অসহায়ে কাঁদি,
সাথী নেই, কেউ নেই বাদী ;
রোজ রাত জেগে বাধি গান,
গান আমার বাঁচার প্রাণ।
খাই দাই,গান গাই ভবে,
থাকবো-না আমি গান রবে ।
প্রিয়া ভালোবেসে করেনি বিয়ে,
সারাদিন থাকি গান নিয়ে !
গানই মোর জীবনে সবি ,
রোজ রোজ গান নিয়ে ভাবি।
বাউলের কেউ নাই আপন ;
সুরে সুরে হয় কতো স্বজন ।
এ ভবের সংসারে, কেউ নয় আপন জন !
বাউলের নেই জাত, একতারা করে আপন ।।