আমি কবিতা অনুরাগী!আসররে নবাগত।প্রতিদিন ব্যস্ততার মাঝেও আসরের অনেক কবিতা পড়ি।কবিতার পড়ে সার্থক মন্তব্য করার চেষ্টা করি।জানিনা এক্ষেত্রে কতটুকু সফল এবং আসরে কবিতা লিখি।হয়তো ব্যাকরণ সম্মত কবিতা লিখতে পারিনা।তবু সার্থক লেখার চেষ্টা করছি।আমার কবিতা লেখার অভিজ্ঞতা যথেষ্ট সমৃদ্ধ নয়।কবিতায় মূলত জোরালো বিষয়বস্তু,ক্ষয়িষ্ণু সমাজ,প্রকৃতি ও মানবিক মূল্যবোধের প্রতিচ্ছবির বহিঃপ্রকাশের চেষ্টা করি।আমি কবিতা লেখার বিষয়ে শিক্ষার্থী।সকলের সহযোগিতা কাম্য।কবিতা লেখা ও তার মন্তব্য সম্বন্ধে মনের গহীনে কতগুলো প্রশ্ন ঘুরপাক খায়।নিন্মে প্রশ্নগুলো দেওয়া হলঃ----
*১.আসরে কবিতা প্রেরণ করার সঙ্গে সঙ্গে দ্রুত মন্তব্য
আসে।জানিনা, কবিতা পড়ে মন্তব্য করেন কি??
*২.একই মন্তব্য অসংখ্য কবির পাতায় দেখা যায়।
*৩.প্রচলিত কিছু মুখরোচক বাক্য।
*৪.দুই বা তিন চারটের শব্দের সমষ্টিতে মন্তব্য।
*৫.বিশ্বায়ন যুগে ইংরাজি ভাষার গুরত্ব অপরিসীম।কোন
সন্দেহ নেই।এটা মূলত বাংলা কবিতার আসর।অনেক কবি ইংরাজিতে মন্তব্য করেন।
*৬.অনেক কবির শিষ্টাচার বোধ আশানুরূপ নয়।
*৭. কবিতায় অশ্লীল শব্দচয়ন।
*৮.বিশিষ্ট কবিদের কবিতা নকল করার প্রবণতা।
*৯.পাতায় আসবেন।
*১০.কবি ও কবিতার প্রশংসায় পঞ্চমুখ।
*১১.আসরের বিশিষ্ট কবিগণ গঠন মূলক সমালোচনা
করেন না।
*১২.বিশিষ্ট কবিগণেরা উৎসাহ ও গঠন মূলক সমালোচনা করুণ।
*১৩.মন্তব্যের উত্তরে একই জবাব।
*১৪.ভাষার বিকৃত রূপ।
*১৫,কবিতার.সারমর্মের সঙ্গে শিরোনাম প্রাসঙ্গিক নয়।
*১৬,অনেক কবি শুধুমাত্র কবিতার বিষয় শ্রেণী দেখে মন্তব্য করেন।
## সকল কবিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।##
*** কাউকে আঘাত দেওয়ায় জন্য প্রতিবেদন লেখা নয়। অবশ্যই বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে গ্রহণ করিবেন।।ভুল হলে ক্ষমা করিবেন।সকলকে জানাই নতুন বছরের অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা।