ননীর দাদু নলেন খুড়ো
বিদঘুটে তার শখ
হাঁড় কাপানো মাঘের শীতে
ফাঁদ পেতে ধরে বক।

ঝিলের ধারে ঝোপের কোণে
রোজ পাতে সে ফাঁদ
মেঠো ইঁদুর সুতো কেটে
ফন্দী করে বরবাদ।  

বিষ মাখানো ধান ছিটিয়ে
আগে মারে ইঁদুর
তা দেখে বক অভিমানে
চলে গেল সুদূর।  
    
রেগেমেগে খালি হাতে  
খুড়ো ফেরে বাড়ি
আশাহত শীতে কাবু  
গিন্নীর মারে ঝাড়ি।

23/07/2020