ক্ষুধার জ্বালায় ওরা ঘোরে পথেঘাটে
দুমুঠো অন্ন জুটাই না ভবের সংসার !
কায়িক শ্রমে ভোজন মেলে হপ্তারহাটে।
ভোজনোৎসবে খাই কুত্তার সাথে খাবার !
ওদের মাঝে ঘুমিয়ে সৃজনশীল কর্ম,
কোথায় গণতন্ত্র,সাম্যাবস্থা,মৌলিক অধিকার ?
আজ বিলীয়মান মানবতার আদর্শের ধর্ম !
ওরা পাইনা,পুঁজিপতির জন্য স্বাধিকার !
বৈষম্য অরাজকতা নীতিহীন সমাজ ব্যবস্থা !
মহাপ্রলয় আসছে,অঙ্কুরিত জ্ঞানের বীজ,
হিসাব-নিকেশ ঘুচিবে উদ্ভব হবে নবঅবস্থা।
জ্ঞানে উদ্বুদ্ধ হয়ে গড়বে শোষণহীন সমাজ।