আধা ঘরওয়ালী
ও শালী আধা ঘরওয়ালী একটা কথা শোন
তোর লাগি আনচান করে আমার দেহ মন।
জামাইবাবু নজর বাঁকা
চায়না আর তোমার টাকা
বেহায়া মুখপোড়া আমাকে ভাবো নিজের বোন।
মাতাল স্বামী
চুপিসারে তোমায় বলি রাতদুপুরে এসো ঘরে
অবাধ্য নাথ আমায় ফেলে একা থাকে দূরে সরে
সাধের যৌবন যায় যে চলে
দু'চোখ ভরে নোনাজলে !
একগুঁয়েমি মাতাল স্বামী পণের লাগি প্রহার করে।