মিষ্টি কথায় মজে আবেগের বশে
হয়েছি, পাগলপারা প্রেমের পরশে।
আবেগময় জীবন রবো চির সুখে,
প্রেমানন্দে সিক্ত করবে আমাকে !
আবেশিত দেহমন স্বপ্নে বিভোর,
কভু ভাবেনি হবে এ প্রেমের কবর।
ইচ্ছেমত খেলেছ, অনৈতিক খেলা !
আজি শয্যায় যায় দুখিনীর বেলা।
দিনেদিনে বাড়ন্ত দেহের ওজন ...
আমায় ফেলে কোথায় রইলে সুজন !
আজো অপেক্ষারত, থাকি পথো চেয়ে ;
মেহমান আসন্ন কেন থাকো স্মৃতি হয়ে ?