১. আজকের নেতা
এখন নেতা সদা ব্যস্ত, নয়া মতলব কষে ,
সহস্র টাকা ব্যয় করে জনতার আনে বশে।
জনতারে দেয় ভুরিভোজ,
মন্ত্রী হয়ে রাখেন না খোঁজ।
রাষ্ট্রের টাকা হরণ করে, সদা উল্লাসে ভাসে।
২. স্বার্থান্বেষী নেতা
ভোট মরশুমে সব দল অতি তৎপর ,
নেতা সব ভরসা রাখে জনতার উপর ।
যোগ্য নেতা হবে নির্বাচিত,
স্বার্থান্বেষী নেতা চিন্তান্বিত ।
এই ভোটে স্বার্থান্বেষী নেতার হবে কবর।
৩. স্বপ্ন বিফলে
মাতালে গেছে ভরে, দেশটা যাচ্ছে রসাতলে !
আজি মহান সংগ্রামীদের স্বপ্ন বিফলে !
জাতি কিভাবে পাবে মুক্তি ?
দাও প্রভু , মোদের শক্তি।
প্রত্যহ সহস্র নেশাখোর মরছে অকালে।